Saturday, August 9, 2008

Indigenous Day!










আজকে বিশ্ব আদি-বাসী দিবস।





আমাদের দেশে আদি-বাসী আর উপজাতীয় দের মাঝে সবাই গুলিয়ে ফেলে। আমেরিকার সভ্য(?) মানুষেরা যখন পুরো মহাদেশটাই লোপাট করে ফেলল তখন পাইকারী হারে রেডইন্ডিয়ান দের মেরে কেটে তাদের যায়গা জমি সব দখল করে ফেলে, একই অবস্থা আফ্রিকাতেও। সাদা মানুষেরা আদি বাসীদেরকে হটিয়ে দিয়েই দেশটা লুটে নিলো। দক্ষিন আমেরিকার অবস্থা আরো করুণ। সন্দেহ নেই সেই সময়ের মায়ান রা স্প্যানিয়ার্ডদের চেয়ে জ্ঞ্যান বিজ্ঞানে হাজার গুনে সভ্য ছিল। কিন্ত হয়তো ইউরোপিয়ান দের মত ধরিবাজ ছিল না ওরা। এই জন্যেই আজ মায়ারা হারিয়েই গেল। মায়া সভ্যতা অসভ্য ইউরোপিয়ান দের হাতে বিধ্বস্ত না হলে বিজ্ঞান হয়তো অনেক হাজার গুন এগিয়েই যেত ২০০৮ সালে। অস্ট্রেলিয়ান্দের ইতিহাস আরো নির্মম। মাত্র ২০০ বছর লেগেছে তাসমানিয়ান দের কে সমুলে উচ্ছেদ করতে। শুনেছি, ইংল্যান্ডের জেল খানাতে যেই সব বিপদজঙ্ক আসামীদের রাখা কঠিন ছিলো তাদেরকেই নির্বাসনে পাঠাতো ক্যাপ্টেন কুকের নতুন বিশ্বে...।ডাকাত দলের সাথে এলো মহাদেশ এর একমাত্র শ্বাপদ (ডিংগো কুকুর)... বর্তমানে টাসমানিয়ায় আদি-বাসী যারা আছে ওরা মাউরি কিংবা অন্য জাতির লোক।



আমাদের দেশে সাওতাল রা আদিবাসী...। হাজং কিংবা গারোদেরকেও অনেকে আদি-বাসী বলে কিন্ত তাদের মঙ্গোলয়েড চেহারা...চাকমা মারমা, ম্রো, বম দের মতো...। আদি-বাসীদের আর উপজাতিদের উপর লুট-পাট কিংবা নির্যাতন কিন্ত সমান। বান্দারবানএ যত বার গেছি, একি ব্যাপার। ওখানে বাঙ্গালী সেটলার যারা আছে তারা মুলত ছিল দেশের খুব দরিদ্র আর নিঃস্ব লোক। বেচে থাকার জন্যেই ওদের কাছে অপরাধ ছিল ডাল ভাত। ওদেরকে যখন পাহাড়ে খাস জমিতে পাঠানো হলো লুট-পাট করা স্বাভাবিক। যা দেখেছি বাজারের বেশিরভাগ ব্যাবসায়ীরাই বাঙ্গালী, পাহাড়িরা চমতকার মানুষ...বিশেষ করে বম কিংবা ম্রো রা...খুব সহজ সরল লাগছে আমার কাছে ওদেরকে।



সাওতাল কিংবা অন্যান্যদের সাথে তেমন ভাবে মিশি নাই কখোনো।

No comments: