আজকের দিনটা অবশ্যি আমার জন্যে অনেক আলাদা। ভয়াবহ অসহায় আর পরিত্যাক্ত লাগছে নিজেকে...ঘুমিয়েছি শেষ কবে? পরশু দুপুরে...এরপরে থেকে টানা জেগে আছি...আমি একা।।
ভালো লাগছে না কিছু বলার অপেক্ষা রাখেনা। নিজেকে অনেক বেশি শস্তা আর খেলো লাগছে নিজের কাছেই। কেন এমন হয়। পৃথীবীটা কি শুধুই স্বার্থের জন্যে। নিঃস্বার্থ কিছুই নেই হয়তো। দূর নিজের অসহায়ত্ব নিয়ে লিখতে ইচ্ছা হচ্ছে না। লিখাটা হয়তো পোস্ট করবো না কোনো দিনেও, হয়তো করলে ডিলিটও করতে পারবোনা কোনোদিনও। অনেক দিন পরে অনেক মাস বছর কিংবা হতে পারে সপ্তাহ পরেই হয়তো সব ভুলে যাব। তখন এই লিখাটার কোনো অর্থই থাকবেনা আমার কাছে। এটা এই আমির জন্যে আমার সান্তনা। মায়াভরা দুই হাত মেলে ধরবেনা কেউ আমার দিকে কখোনো, যদি ধরে সেটা এই আমি নিজেই।
ঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃঃ
আজকে অগাস্ট মাসের ১ তারিখ।
1 comment:
vaia, ami, amar, amitto ei jinish gulu je din nijer moddhe theke ber kore dite parba..shei din r ei rokom onuvuti gulu thakbe na jodio kaj ta onek kothin..but nothing is impossible!!!.....hoyto beshi bole fellam....sorry!!::)
Post a Comment