Tuesday, July 22, 2008

সুপারস্টারের আগমণ।



কাল থেকে কলম্বো সিংহলীজ স্পোর্টস গ্রাঊন্ডে শুরু হবে ইন্ডিয়া শ্রীলঙ্কা প্রথম টেস্ট। লাইম লাইট কোথায়? এদিকে ইংল্যান্ড-সাউথ আফ্রিকা টেস্ট সিরিজটা অনেক জমেছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা টেস্ট নিয়ে সারা ওয়ার্ল্ডে এতো মাতা মাতি কেন? উত্তরটা হচ্ছে, অভিষেকের আগেই সুপারস্টার হয়ে যাওয়া এক চ্যাম্পিয়ান আসছে ক্রিকেট ওয়ার্ল্ড মাতাতে।


শচীন টেন্ডুল্কার আছে। আর মাত্র ১৭২ রান করলেই আমার ফেভারিট ব্রায়ান লারাকে টপকে যাবে সবচেয়ে বেশি টেস্ট রান সংগ্রাহক হিসাবে। মুত্তিয়া মুরালীধরণ, চামিন্ডা ভাস, সাঙ্গাকারা, জয়বর্ধনে, দ্রাবির, গাঙ্গুলী সবাইকে টপকে পুরা লাইম লাইট নিজের দিকে ধরে রেখেছে জ়য়ন্ত ডি সিলভা। মজার কথা এখনো যার টেস্ট অভিষেক হয়নি। ভারতের ক্যাপ্টেন ধোনীর পুরা পুরি গেম প্ল্যান সিলভাকে নিয়ে। ভারতীয় চ্যানেল গুলোতে রিটায়ার্ড খেলোয়াররা একের পর এক প্ল্যান দিচ্ছে, কিভাবে জয়ন্তকে খেলতে হবে। আজ পর্যন্ত মনে হয় অভিষেকের আগে কোনো খেলোয়ারকে নিয়ে এতো মাতামাতি হয়নি। লাস্ট এশিয়া কাপে বল হাতে জয়ন্ত সিলভার যে অতিমানবিক পার্ফমেন্স ছিল তার কোনো তুলনা নেই। দেখা যাক কাল কি করে?


No comments: