শাওন রাতে যদি... কি জানি একটা গান আছে, এরকম। নজরুন সঙ্গিত। আমি গান শুনিনা, তাই বলতে পারছি না। বাইরে মুশুল ধারে বৃষ্টি হচ্ছে। মুসুল ধারে বৃষ্টি মানে কি? কেউ কি জানে? শুনে মনে হয় মুসুল বলে কোনো একটা জায়গার কোনো পার্শ্বে ধুমায়া বৃষ্টি হচ্ছে, তাই মুশুল ধারে বৃষ্টি। মুসুল বানান নিয়ে কনফিউশান হচ্ছে, শ নাকি স নাকি ষ। যাই হোক আজ রাত টা চমতকার। বাইরে ফাটাফাটি একটা বৃষ্টি নামছে।
বিরিশিরি
কাল ইনশাল্লাহ বিরিশিরি যাচ্ছি। প্রথমে কথা ছিল আমি আর আলেন যাবো। পড়ে ঘোড়াও অনেক লাফালো, দোস্ত আমি যাচ্ছি। আজ বিকালে ফোন করলাম বল্লো বদমায়েশের নাকি জন্ডিস হয়সে। ও যাচ্ছেনা। আলেন কে ফোন করলাম, বল্লো ওর শরীর নাকি অনেক খারাপ জ্বর। একটু চিল্লা চিল্লি করতেই জ্বর ভালো হয়ে গেলো। যাই হোক কপালে থাকলে কাল সকালে আমরা দুইজনে মিলে যাচ্ছি। আমার বাসা থেকে আমরা যাব মহাখালি বাসস্ট্যান্ড। ওখান থেকে নাকি বিরিশিরি ডাইরেক্ট বাস ছাড়ে, ঘোড়া নাকি গিয়ে দেখে আসছে বাসের অবস্থা খারাপ, যদি তাই হয় আমরা নেত্রকোনা যাব প্রথমে ওখান থেকে বিরিশিরি। বিরিশিরিতে থাকার ভালো ব্যাবস্থা আছে YWMCAতে। ওইখানে জায়গা না হলে নদীর ওপারে দুর্গাপুরে গিএ থাকবো। জানি না ট্রিপটা কেমন হবে, কিন্ত অনেক দিনের পর ঢাকার বাইরে তো যাওয়া হবে।
নিজামীর জামিনঃ
আজকের পেপারের সবচে বড় খারাপ খবর জামায়াত আমীর রাজাকার নিজামীকে জামিন দেয়া হয়েছে...বদ্মায়েশ দের কে কি বলা যায়?
No comments:
Post a Comment