একটু আগে ভুমি কম্প হলো। ইলেক্ট্রিসিটি ছিল না, আমি বিছানায় মোমের আলোতে বই পড়ছিলাম। হঠাত মনে হলো কে জানি বিছানায় ধাক্কা দিল, বিছানাটা একটু দুলে উঠলো। সাথে সাথে বুঝতে পারলাম ভুমি কম্প। প্রথম টা বেশ জোরালো একটা ঝাকুনী ছিল। আমি লাফিয়ে উঠে বসতে গিয়ে টের পেলাম আরো ২টা আফটার শক। বেশ জোড়ালো ছিল।
পিঠের কাছে মেরুদন্ড বরাবর শীতল একটা স্রোত বয়ে যায়। মজা লাগে। অনেকটা রোলার কোস্টারের মতো।
No comments:
Post a Comment